রাঙ্গুনিয়ায় বাজার তদারকিতে মোবাইল কোর্ট, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করছে প্রশাসন। পবিত্র রমজান মাসে সিন্ডিকেট বা মজুদদারি করে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এ কারণে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

তিনি বলেন, "নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে এবং আগামীতে বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো হবে।"

এ বিষয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, ছাত্র প্রতিনিধিরা রিদওয়ান কাদের, ফারহান তালুকদার, মো. মিনহাজ প্রমুখ বক্তব্য দেন।

সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে আলোচনা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework