চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল থেকে দুর্ঘটনায় আহত নঈম উদ্দিন আর্থিক সহায়তা পেয়েছেন। গত ১৫ জানুয়ারি ইছাখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত হন এবং চালক নঈম উদ্দিনসহ অন্যান্যরা আহত হন।
এ উপলক্ষে সাহেবনগর বাচন আলী জামে মসজিদ চত্বরে গতকাল মঙ্গলবার একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের সভাপতি আজিম উদ্দিন সুমন। আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মুহা মুসা, সহ-সভাপতি নাছের উদ্দীন মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইলিয়াছ, মো. সোহেল, মো. ইসমত, মো. ইউনুস, মো. আবদুর রহমান, পেশ ইমাম আবদুল আজিজসহ অনেকে। এসময় মো. নুরুন্নবী এবং গিয়াস উদ্দিন রানা নামে দুই প্রবাসীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল দীর্ঘদিন ধরে অসহায় মানুষের বিবাহ, রোগীদের চিকিৎসা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং প্রবাসীদের সহায়তা প্রদান করে আসছে। সংগঠনটি কোনো প্রবাসীর মৃত্যু হলে তার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান এবং শিক্ষার্থীদের দশ বছর ধরে মাসিক এক হাজার টাকা সহায়তা প্রদান করে আসছে। গত দুই বছরে এই সংগঠন প্রায় ২৫ লাখ নগদ টাকা এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করে সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।