রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০৪:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শনিবার, ২১ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী।

ফাইনাল খেলায় চট্টগ্রাম উত্তর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম-সম্পাদক ইউনুছ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আজম খান। উদ্বোধক ছিলেন সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপি'র সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য কপিল উদ্দীন চৌধুরী এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাছের যৌথভাবে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুল্লাহ মারফী, আজাদ খান, বেলাল উদ্দীন বেলাল, মোঃ সেকান্দার রানা, সেকান্দার সওদাগর, শাহজাহান সিকদার, মোহাম্মদ জামাল, মোহাম্মদ মহসিন, মঞ্জুর হোসেন, খোরশেদ আলম, আরিফ চৌধুরী সবুজ, মাহাবুব ছাফা, আব্দুল সালাম, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং নাসিম মেম্বার।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক এবং বিজি এমইএ পরিচালক আবসার হোসেন তালুকদার। খেলায় সার্বিক সহযোগিতা করেন সাকিব, ফারুক করিম, রহিম, নওশাত, ওসমান, মারুফ, ইমন, শাহেদ, রকিব, রিয়াদ, হাসনাত, রাহাত, লোকমান, আব্দুর রহমান এবং প্রসুখ।

ফাইনাল খেলায় প্রবাসী মায়ের দোয়া ফুটবল একাদশ এবং পূর্ব সরফভাটা জুনিয়র ফুটবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। খেলায় কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং পূর্ব সরফভাটা জুনিয়র ফুটবল একাদশ ৩-০ গোল ব্যবধানে বিজয়ী হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework