রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০৫:১১ অপরাহ্ন

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলার বগারছড়া' এ সংবর্ধনা দেওয়া হয়।

সাংবাদিক মুহাম্মদ শহিদুল ইসলামের (রাঙ্গুনিয়া প্রতিনিধি, দৈনিক দিনকাল) ব্যক্তিগত আয়োজনে কর্ণফুলী পেপার মিলের সাবেক ফরেস্ট ম্যানেজার মরহুম কে এম ইদ্রিস হোসেন বাগানবাড়িতে এ সংবর্ধনার আয়োজন করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাজস্থলী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

সংবর্ধনা অনুষ্ঠান দৈনিক দিনকালের রাঙ্গুনিয়া প্রতিনিধি মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দ্বীন মোহাম্মদ, সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাফুজ আলম, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব চৌধুরী, সাংবাদিক পান্থ নিষাস বড়ুয়া, আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, মাসুদ নাছির, আব্বাস হোসেন আফতাব, শান্তি রঞ্জন চাকমা, এম.এ. মতিন, চৌধুরী মুহাম্মদ রিপন, রিপন মারমা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নঈন, আশিক এলাহী, তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework