রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নতুন কমিটির সাথে ইউএনও'র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ১৬, ০৬:০৬ অপরাহ্ন

মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। তিনি বলেন, "সাংবাদিকরা হলেন জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের নিউজ অনেক সময় বিজ্ঞ আদালত বিবেচনা করেন এবং রায়ের জন্য সহায়ক হয়। সাংবাদিকদের মাধ্যমে সরকারি দপ্তরের সেবা এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রম দেশবাসী ও এলাকার মানুষ জানতে পারে। আপনাদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসুক। আমাদের সমাজে যে জায়গাগুলোতে সংশোধন বা পদক্ষেপ প্রয়োজন, সেখানে আমি পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সে পথে এগিয়ে যাব।"

সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য আশেক এলাহী, ইসমাইল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার ও দেলোয়ার হোসেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework