রাঙ্গুনিয়ায় কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে জায়গা দখলের অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ১১:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিলারের খুঁটিতে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে।

কাঁটাতার দিয়ে জায়গা দখলের পর উল্টো ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন উপজেলা বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চেংখালি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো.জয়নাল আবেদীন সারুক। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বেতাগীর চেংখালি মৌজার ৪ একর জায়গা মৌরশী সূত্রে মালিক জয়নাল আবেদীন সারুক। বর্তমানে জায়গার দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিপক্ষ ফজল আহমদসহ বেশ কয়েকজন ওই জায়গার দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ১৪ নভেম্বর অভিযোগকারী ব্যক্তিগত কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার সুযোগে প্রতিপক্ষ লোকজন জায়গায় পিলার দিয়ে কাঁটাতারের ঘেরা দিয়ে দেয়। পরে এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন সারুক। অভিযোগকারী মো. জয়নাল আবেদীন সারুক বলেন-কাঁটাতারের এসব ঘেরা যাতে নষ্ট করতে না পারে সেজন্য রাতে কাঁটাতারে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কারণে মানুষের প্রাণের ঝুঁকি রয়েছে। সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফজল আহমদ বলেন-আমাদের বন্দোবস্তি জায়গায় আমরা ঘেরা দিয়েছি। তাছাড়া কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যা। অভিযোগের তদন্তের বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার এসআই (উপপরিদর্শক) বায়েজিদ মোল্লা বলেন- অভিযোগ পেয়ে দুইপক্ষের সাথে কথা বলেছি।

তবে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জায়গা সংক্রান্ত বিষয় আদালত দেখবেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework