রাউজানের বিনাজুরীতে অখন্ড মন্দিরের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ০১:০০ অপরাহ্ন

রক্ত দিই, জীবন বাঁচাই এই স্লোগানে চট্টগ্রামের রাউজানের বিনাজুরী ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ শুক্রবার সকাল দশটায় ইউনিয়নের অখণ্ড মন্দির উপাসনালয় চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী।

বাবলু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শিমুল বিশ্বাস, আয়োজক কমিটির পক্ষে সজল কুমার দে, পংকজ আচার্য, রিয়ন শীল, বিশ্বজিত দত্ত, পুলক বিশ্বাস, পলাশ মুহুরী, বিশু চৌধুরী, উৎপল শীল, সনজয় চৌধুরী, অর্পণ মহাজন, লিটন দেসহ আরো অনেকে।

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে রক্তদান করেন অসংখ্য নারী-পুরুষ।

আয়োজকরা জানান, এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করে। এই মহৎ লক্ষ্য নিয়ে রক্তদানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে অখন্ড মন্দিরের আয়োজনে স্বেচ্ছায় রক্তদানে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

স্বেচ্ছায় রক্তদান করতে পেরে আনন্দিত রক্তদাতারা।

আয়োজক কমিটির পক্ষে সজল কুমার দে জানান, এই ধরনের কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে এলাকায় রক্তদানে একটা উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। এলাকার মানুষের এই উৎসাহ দেখে আগামীতে আরো বড় পরিসরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী এমন মহৎ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework