রাউজানে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ জুলাই ১৬, ১২:৩৯ অপরাহ্ন
রাউজানের সুলতানপুর হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার। বুধবার (১৫ জুলাই) ভার্চ্যুয়ালি উপজেলার প্রথম আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এদিন হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। সংক্ষিপ্ত বক্তব্য দেন এমপি পুত্র ও তরুণ উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন ও হাসপাতালে চিকিৎসা সেবাদানকারী দলের প্রধান ডা. ফজল করিম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্‌, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, যুগ্ম সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী, মুছা আলম খান, মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস ডলি, কাউন্সিলর আজাদ হোসেন, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন, দিলীপ দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ। উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী বলেন, রাউজানসহ চট্টগ্রামের গরীব-অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় নানা তৎপরতায় কাজও করে যাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায়দের সেবায় সরকারসহ অনেকেই এগিয়ে এসেছেন নানাভাবে। এই আইসোলেশন সেন্টার রোগীদের সেবায় বিশেষ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework