রাউজানে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ০৬:০০ অপরাহ্ন

২০২৩-২৪ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

২ মে বৃহস্পতিবার দুপুর  ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  বাস্তবায়নে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুম কবির।

উপস্থিত ছিলেন  কৃষকলীগ নেতা আলমগীর আলী, আলী আজগর চৌধুরী, জিয়াউল হক সুমন, রিটন চৌধুরী, তসলিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, সমাজসেবক বাসু দেব সিংহ, উপ সহকারী কৃষি অফিসার  চিকু বড়ুয়া,সঞ্জয় চন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল।

অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়নের ৪০০ জন কৃষককে জনপ্রতি ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও  ৫ কেজি করে উফসী বীজ বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework