রাউজানে পথচারীদের শরবত খাওয়াচ্ছেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০২:৩২ অপরাহ্ন

দেশজুড়ে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন স্থানে পথচারীদের শরবত খাওয়াচ্ছেন মাইজভাণ্ডারী ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে সারাদেশব্যাপী চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় রাউজানে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির বিভিন্ন শাখার আয়োজনে শরবত বিতরণ শুরু হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার হলদিয়া ইউনিয়নে আমিরহাট বাজার মোড়ে পথচারীদের শরবত পান করান মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তরসর্তা দায়রা শাখার অর্ধশতাধিক কর্মকর্তা ও সদস্যরা।

তীব্র গরমে সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন নানা শ্রেণী-পেশার মানুষ।

কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করছেন। ছোট বড় নারী পুরুষ শরবত পানের মাধ্যমে তৃষ্ণা মিটাতে দেখা যায়। স্থানীয় ব্যক্তি বদিউল আলম বলেন, তীব্র গরমে মানুষের জীবন হাঁপিয়ে উঠেছে। এই সময়ে পথচারীদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ উত্তপ্ত গরমে শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।

এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম, রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাষ্টার মোহাম্মদ আলী, সংগঠনের সভাপতি ওসমান গনি মুরাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সৈয়দুল আলমসহ অনেকেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework