রাউজানে জ্বালা কুমারী মাতৃমন্দিরে তিনদিনব্যাপী মহোৎসব, ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ০৩, ০৪:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া উভলং গ্রামে অবস্থিত মঁহেন্দ্র স্মৃতি নিকেতনের উদ্যোগে শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে।

১, ২ ও ৩ মে অনুষ্ঠিত এই মহতী আয়োজনে ছিল পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস, অন্নপ্রসাদ বিতরণ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কান্তি দাশ এবং সঞ্চালনায় ছিলেন কিরণ দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম, ডাঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রানা, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আবছার এবং মোহাম্মদ হাজী আব্দুর রব্বানসহ যুবদলের নেতৃবৃন্দ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রানা দাশ এবং সাধারণ সম্পাদক রূপক দাশ।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি অন্তর দাশ, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ দাশ, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পিন্টু দাশ, সহ-অর্থ সম্পাদক দিলীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত দাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার রূপক দাশসহ অন্যান্য সদস্যরা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই মহোৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক পূর্ণাত্মা মিলনমেলায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework