রাউজানে আগুন পোহাতে গিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৬:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নুর আয়েশা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজুর পাড়া এলাকার মৃত মনু মিয়ার স্ত্রী।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গত শুক্রবার আগুন পোহাতে গিয়ে নুর আয়েশা বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework