রাউজান-রাঙ্গামাটি মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ০৪, ০৩:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাইসা নামের আটমাস বয়সীএক শিশু কন্যা ঘটনাস্থলে নিহত হয়েছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাউজান পৌরসভার চারাবটতল এলাকার এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত শিশু কন্যা রাইসা উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক এলাকার মোহাম্মদ এমদাদের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমদাদের স্ত্রী শাহেদা আকতার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলীখীল এলাকায় বাপের বাড়ি থেকে মা চুনচু আরা বেগম, পুত্র ইরফান ও শিশু কন্যা রাইসাকে নিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে রাউজান সদরে আসার সময় চারাবটতল এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে উঠার মুহূর্তে রাঙামাটি অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় সিএনজি অটোরিকশা মায়ের কোলে থাকা শিশু কন্যা রাইসা ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহতাবস্থায় রাইসার মা শাহেদা আকতার, নানী চুনচু বেগম ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আব্দুল্লাহকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং দুর্ঘটনাজনিত বাস ও সিএনজি জব্দ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework