রাউজান পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি, বুধবার বেলা ১১টায় গহিরাস্থ কাউন্সিলর কার্যালয়ে ১ ও ২নং ওয়ার্ডের প্রায় ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের সদস্য মনির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
এসময় বিএনপি নেতা আবুল মনছুর খাঁন, নুরুচ্ছাফা চৌধুরী, মোহাম্মদ হোসাইন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের প্রক্রিয়া ওয়ার্ড কমিটির দেওয়া প্রস্তাবিত তালিকা অনুযায়ী বিভিন্ন পেশাজীবী, ছাত্র প্রতিনিধি এবং মহিলা প্রতিনিধিদের মধ্যে করা হয়।