রশিদাবাদ মাদ্রাসার সভাপতি হলেন মোহাম্মদ হারুন

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ০৫:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম জেলার পটিয়ায় রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক পত্রে এডহক কমিটির অনুমোদনের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

সোমবার (১২ মে) তারিখে স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ নং প্রবিধান অনুযায়ী, চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালনার জন্য একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি গঠনের সময়সীমা পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: অভিভাবক সদস্য মো. আশরাফ আলী, সাধারণ শিক্ষক সদস্য মাওলানা মো. আবদুর রহিম, সদস্য সচিব (পদাধিকার বলে) মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক

সভাপতি হিসেবে মনোনীত মোহাম্মদ হারুন, শোভনদণ্ডী ইউনিয়নের রসিদাবাদ সৈয়দ বাড়ির আলহাজ মোহাম্মদ সৈয়দের জ্যেষ্ঠ সন্তান। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স (অ্যাকাউন্টিং)। বর্তমানে তিনি দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হারুন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি কবিতা, প্রবন্ধসহ বাংলা সাহিত্যে অবদান রেখে চলেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework