রমজান উপলক্ষে রাউজান পৌরসভার ১ হাজার পরিবারে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২১, ০৩:৩৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজান পৌরসভার এক হাজার পরিবারে সুলভ মূল্যে গরুর মাংস,ডিম ও দুধ ও  বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

২১ মার্চ বৃহস্পতিবার সকালে  রাউজান পৌরসভা চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে মানুষ যাতে সুলভ মূল্যে মাংস,ডিম, দুধ ক্রয় করতে পারে  সেই উদ্দেশ্যে এই মানবিক ও সেবা কার্যক্রম সারা রাউজানব্যাপী চলবে।

তিনি সচ্ছল পরিবারকে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ ক্রয় না করার অনুরোধ জানান।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে ও সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র -৩ নাছিমা আকতার, পৌর কাউন্সিলর আলমগীর আলী,  শওকত হাসান, আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা।

কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিনে পৌরসভার এক হাজার পরিবার ৬৫০ টাকায় ১ কেজি মাংস, ১০০ টাকায় ১২টি ডিম ও ৭৫ টাকায় ১ কেজি গরুর দুধ ক্রয় করেন। 

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই মানবিক কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। রাউজান পৌর এলাকার মানুষ যাতে রমজানে সুলভ মূল্যের এই সুবিধা পায় সেই লক্ষ্যে কার্যক্রমটি চালু থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework