যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুর্দ্দীর মৃত্যুতে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২১, ০৫:২৭ অপরাহ্ন

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ এবং জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি ও লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সংগীত শিল্পী লুপর্না মুৎসুদ্দী লোপার ছোট ভাই চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটন ২০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬ টায় এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে মৃত্যু বরণ করেন।

তিনি এক ছেলে স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জাতীয় কবিতা মঞ্চের সভাপতি এম এ হাশেম আকাশ ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ কমলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে শেষকৃত্য অনুষ্ঠান শেষে নগরীর চান্দগাঁওস্থ বৌদ্ধ শশ্মানে বিকালে দাহ করা হয়।

শোক বার্তায় নেতৃবৃন্দ যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework