মাটির চুলা থেকে আগুন: রাঙ্গুনিয়ায় দুটি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৩:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ৫ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও হাসি সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বাঁশ ও বেড়ার তৈরি দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন নুর আলম এবং নবিয়া খাতুন। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫-৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অতি দরিদ্র।

উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় বাসিন্দারা এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত মূলত মাটির চুলা থেকে হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework