বৈষম্যবিরোধী   ছাত্র  আন্দোলনে  নিহতদের  স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত : রবিবার, ২০২৪ আগস্ট ১৮, ০১:৫৬ অপরাহ্ন

গত ১৭ আগষ্ট২৪ শনিবার  সন্ধ্যা ৬ টায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সমস্থ ছাত্র,জনতা শহীদ হয়েছেন তাঁদের  রুহের  মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা  কামনায় আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামস্থ সদর ঘাট জুঁই কমিউনিটি সেন্টারে এক  আলোচনা  সভা  ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ  আলমগীরের সভাপতিত্বে  ও  সাধারণ  সম্পাদক  মোঃ রুহুল আমিন সালমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম।

আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও  দোয়া কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা  করেন  আলেমে  দীন  মাওলানা  মোহাম্মদ সোলাইমান।উপস্থিত ছিলেন আলেম মোঃ আলাউদ্দিন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা মেহেরুন নিপা,মোঃ ইমরান চৌধুরী,মোঃ সাইফুল ইসলাম  সিকদার, মোহাম্মদ শরিফুল ইসলাম,এম এ মোতালেব,মোঃ ইলিয়াস রিপন,মোঃ জামাল,শাহাদাত হোসেন   কালাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন  সাগর, জাহিদ  হাসান,মোঃ আদনান, আরিফুল হক,নুরুল ইসলাম,আব্দুল আজিজ,মাশরিকতালুকদার প্রিন্স,মোঃ  তানভীর  হাসান, মোঃ  আরিফুল  হুদা, মোঃ কাওসার, আবু  আনসারী, কলি, জসিম  উদ্দিন চৌধুরী বৃষ্টি সহ প্রমুখ।বৈষম্যবিরোধী ছাত্রদের  মধ্যে বক্তব্য  রাখেন মোঃ রাফি 

এই ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম  তার  বক্তব্যে বলেন,মানুষের  জন্য ভালোবাসা, মানুষের জন্য সম বেদনা, স্নেহ, মমতা, নিঃস্বার্থ ভাবে যে কোন কল্যানকর কাজে অংশীদার হওয়ার নাম মানবতা। "আশার  আলো  মানবিক ফাউন্ডেশন " দেশের ট্রাফিক ব্যবস্থা ও  আইন  শৃঙ্খলা নিয়ন্ত্রনে ছাত্র ছাত্রীদের পাশে থেকে বিগত দিনে সহযোগিতা করার চেষ্টা করেছে।১৯৫২  সালে যে সংগ্রামী চেতনা এই দেশের ছাত্রজনতা বুকে ধারন করে ১৯৭১  দেশ স্বাধীন করেছিল সেই ছাত্র জনতা আবার বিগত সরকারের অন্যায়,অত্যাচার, নিপীড়ন,শোষণ, বৈষম্যদুরীকরণ,সমঅধিকার নিশ্চিতে শত শত তাজা প্রাণ সংগ্রাম করে  রক্তের বিনিময়ে আবার যেন এ দেশ পুনরায় স্বাধীন করেছে।এই অর্জন কে ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে  সকল  ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে সতর্ক থেকে দেশ  প্রেমে  জাগ্রত  হয়ে দূর্নীতিমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে তিনি মনে করেন। 

তিনি  সকল  অপরাধীর  কঠোর  শাস্তি  নিশ্চিতের দাবি জানান।সভাপতি এই আয়োজনে ছাত্র জনতা সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অর্থবহ করায় ধন্যবাদ জানান ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework