চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আবু তাহেরের পুত্র মুসলিম উদ্দিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুরের বেরিবাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন তার আত্মচিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুসলিম উদ্দিনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মুসলিম উদ্দিন একজন আনসার সদস্য ছিলেন।
সীতাকুণ্ড থানার তদন্ত ইন্সপেক্টর আলমগীর জানান, একজন নিহত হয়েছেন সন্ধ্যার পর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা করা হবে।