বিশ্বের খ্যাতনামা গীটারিস্ট ফাইয়াজের চট্টগ্রামে ওয়াফেল বার্স্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১১, ০৬:৩৩ অপরাহ্ন

বিশ্বের খ্যাতনামা গীটারিস্ট ও তরুন উদ্যাক্তা ফারদীন ফাইয়াজ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এক্সেস রোড সংলগ্ন ওয়াফেল বার্স্ট উদ্বোধন করা হয়েছে। ওয়াফেল বার্স্ট সারা বিশে^ স্কুল কলেজ বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় খাবার। অনেকেটা দেখতে আইক্রিমের মত হলেও বিভিন্ন ধরণের বিভিন্ন আইটেমের ওয়াফেল পাওয়া যাবে এই দোকানে।

শুক্রবার বিকাল তিনটায় তরুণ উদ্যাক্তা ফরদীন ফাইয়াজের ওয়াফেল বার্স্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, এফবিসিআই সদস্য নাজমা আকতার মিতা, যুবলীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দীন, নগর যুবলীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন সাকু, বিশিষ্ট আবৃত্তিকার ও টিভি উপস্থাপিকা অধ্যাপিকা সাইরা বানু রৌশনী, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নোমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মশিউর রহমান ছিদ্দিকী পাভেল, নারী নেত্রী লিপি, উম্যান চেম্বারের নেত্রী আক্তার বানু, নারী নেত্রী কহিনুর আকতার,নারী নেত্রী ফাতেমা নাসরিন প্রেমা, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী রোজি আকতার, রাফা ভাইস প্রেসিডেন্ট  খাইরুল আলম সুজন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework