বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বাহারচড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বিন খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, এডভোকেট তৌহিদুল আলম মাসুদ (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) এবং যুবদল নেতা হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাঈদুল হক সাঈদ, নজরুল ইসলাম আসিফ, মঈনুল হক চৌধুরী (পলাশ), মো. জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আকবর হোসেন জামশেদ, আহমদ ছগির, মাওলানা মোহাম্মদ ছগির, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ মহিউদ্দিন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আজিজুল হক, চৌধুরী হাসান, যুবদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বাঁশখালী উপজেলার ৪নং বাহারচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন ইউনিয়নের আগত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।