বাইক দুর্ঘটনায় ছাত্রলীগনেতা জাহেদ নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ জানুয়ারী ৩০, ১১:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সড়কে দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জাহেদ (২৪)।

গত ২৯শে জানুয়ারি (সোমবার) ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে সম্মেলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে।

পদুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড নারিশ্চা সাপলেজা পাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আমিনুল হকের সন্তান ওবায়দুল হক জাহেদ ১ বোন দুই ভাইয়ের মধ্যে ২য়। 

পদুয়া ইউনিয়নের পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ ইয়াসিন আরফাত জনান, সুখবিলাস বসতবাড়িতে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করতে যায়,শেষে নিজের মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সম্মেলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে উল্টোদিকে দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে জাহেদ মোটরসাইকেলসহ গাড়ির নিচে চলে গেলে মারাত্মকভাব মাথায় ও হাত-পায়ে আঘাত পাই। এ সময় আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে আত্মীয়-স্বজনকে ফোন করলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এই সময় কর্মরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করে।

এদিকে, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ওবায়দুল হক জাহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শোকাহত পরিবার, উপজেলা ও পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework