বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন শাখার আয়োজনে ওই এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ এবং বাহারচড়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।