বাঁশখালীর বাগমারায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী।
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ০৪, ০৪:৫৫ অপরাহ্ন

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাগমারায় চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ও অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা মাহফুজ মিয়া পুকুর পাড়স্থ ওলি আহম্মেদ চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসায় ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল পাঁচলাইশ, চট্টগ্রাম'র উদ্যোগে ও কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবাদান অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবাদান উপলক্ষে অস্থায়ী এ-ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করতে বিভিন্ন এলাকা থেকে আসা চক্ষু রোগীদেরকে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার মো. আরাফাতুল ইসলাম জয়, ডা. মো. মেহেদী হাসান, ডা. মো. ফয়সাল খান ও ডা. মো. আলামিন হোসেন এর সমন্বয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উদ্বোধনকালে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, সৃষ্টি জগতের সৌন্দর্য উপভোগ করার জন্যে মহান সৃষ্টিকর্তা  যে দৃষ্টিশক্তি আমাদেরকে দান করেছেন, সেই দৃষ্টিশক্তি আল্লাহর অশেষ এক রহমত ও নেয়ামত। দৃষ্টিশক্তি কত বড় যে আল্লাহর নেয়ামত সেটা তারাই বুঝতে পারে যাদের দৃষ্টিশক্তি নেই। সুতরাং চোখকে সব সময় হারাম থেকে রক্ষা করতে হবে এবং চোখের যত্ন নিতে হবে। চোখকে হারাম থেকে হেফাজত করতে হবে আর মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework