বাঁশখালীতে বিষপানে মৃত্যু,গোপনে লাশ দাফন

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০৭:৪৫ অপরাহ্ন

২০ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের বাঁশখালীতে সন্তানদের মারধর সহ্য করতে না পেরে আহমদ হোসেন (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা চেষ্টায় বিষপান করেছে,পরে মৃত্যু বরণ করার পর তড়িঘড়ি করে সন্তানরা গোপনে লাশ দাফন করে ফেলেছে মর্মে অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার ৭ নং সরল ইউপির ১নং ওয়ার্ডের নতুন বাজারের দক্ষিণ পার্শ্বের ছরখনি বর নতুন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত আহমদ হোসেন ওই এলাকার মৃত কবির আহমেদের পুত্র। তিনি ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারিক বাকবিতন্ডার জের ধরে সন্তানরা মারধর করায় অত্যাচার সহ্যকরতে না পেরে রাগান্বিত হয়ে সমুদ্র চর এলাকায় গিয়ে বিষপান করেছে আহমদ হোসেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের ট্রিটমেন্ট হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারে তিনি মারা গেছে বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর জানান, বিষপান করে আত্মহত্যা করার খবর শুনেছি কিন্তু ময়নাতদন্ত করেছে কিনা জানিনা। একই এলাকার মোহাম্মদ খান নামে এক লোক বলেন, বিষপানে মৃত্যু বরণ করার পর তার সন্তানরা আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ দাফন করেছে বলে শুনেছিলাম, কিন্তু পুলিশকে অবহিত করছে কিনা সেটা জানিনা।

ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবার ও সন্তানদের সাথে কথা বলার চেষ্টা করলেও তাদের কেউ কোন ধরনের বক্তব্য দিতে রাজি না হওয়াতে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমেদ জানান,এই বিষয়ে কোন সংবাদ আমরা পাইনি,তবে অনলাইনে  সংবাদ প্রকাশের পর তদন্ত অফিসারকে  ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তিনি আসলে সঠিক তথ্য জানতে পারবো।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework