বাঁশখালীতে দূর্বৃত্তদের ছুরির আঘাতে এক রিকশা চালক যুবক নিহত

মোহাম্মদ ইমরান, বাঁশখালী উপজেলা, প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০২, ০১:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২০) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। গত ১ মার্চ রাত ১০টার সময় সরল ইউনিয়নের জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন কানুনগোখিল ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর দ্বিতীয় পুত্র।

জানা যায়, নিহত জাহিদুলের পিতা হাবিব উল্লাহ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই মাস আগে মারা যান। পরিবারের হাল ধরতে জাহিদুল অটোরিকশা চালানো শুরু করেন।

এলাকাবাসীর ধারণা, রিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরেই তাকে খুন করা হয়েছে। কয়েকজন পথচারী জাহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনিক বড়ুয়া জানান, রাত ১০টা ৪৫ মিনিটে তাকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন ছিল।

বাঁশখালী থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework