চট্টগ্রামের বাঁশখালীতে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় দুই শক্তিশালী ফুটবল দল বাঁশখালী পৌরসভা ফুটবল দল ও কালিপূর ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় কালীপুর ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করেছে বাঁশখালী পৌরসভা ফুটবল একাদশ।
খেলা শেষে ৬ জন রেফারিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক এবং ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের জন্য উপজেলা প্রশাসনের লোগো সংবলিত বিশেষ সম্মাননা মেডেল এবং উভয় দলকে ট্রপি প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দীন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার লোকমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, পৌরসভা বিএনপির আহবায়ক মো. রাসেল ইকবাল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা শওকতুজ্জামান, যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মো. হাবিব, যুবদল নেতা মো. হেলাল উদ্দিন প্রমুখ।
ক্রীড়া সংগঠক এন এম নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।