বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে, এতে পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাসেল ইকবাল মিয়াকে সভাপতি মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন প্রদান সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. রাসেল ইকবাল মিয়াকে শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকারবলে সদস্য সচিব, মো. এনামুল হককে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক সদস্য এবং মো. শহীদুল কায়সারকে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য করে চার সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কর্তৃক জারিকৃত ওই প্রজ্ঞাপনে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে উপরোক্ত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর প্রবিধানমালা-২০২৪-এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে এই এডহক কমিটিকে অবশ্যই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে এবং প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ খ্রিস্টাব্দ মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।