বরমা স্কুলে নতুন নেতৃত্ব, ৬ মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত এডহক কমিটি

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ০৪:৩৩ অপরাহ্ন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক ও চন্দনাইশ উপজেলার চরবরমার কৃতি সন্তান মোহাম্মদ রবিউল হোসাইন। অভিভাবক সদস্য পদে দায়িত্ব পেয়েছেন বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন।

১২ মে ২০২৫, সোমবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য বলবৎ থাকবে। এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ রবিউল হোসাইন, শিক্ষক সদস্য: গোপাল বিশ্বাস, অভিভাবক সদস্য: মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য সচিব: অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম সৈয়দ হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রবিউল হোসাইন বলেন, “আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক মণ্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

মোহাম্মদ রবিউল হোসাইন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ায় স্থানীয় লোকজনসহ উপজেলার বরমা-বরকল এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework