বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৫

চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ অক্টোবর ১৯, ০৪:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে বনদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় একদল বনদস্যু বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.এমদাদুল হকের নেতৃত্বে একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ চালায়। সে আক্রমনে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.এমদাদুল হক,বনরক্ষী লোকমান, মাহাবুবসহ আরো ২ জন সিএনজি চালক ও ১ জন পিকআপ চালকও গুরুতর আহত হয়।

আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেঞ্জ অফিসার এমদাদ ও বনরক্ষী লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো.রেজাউল করিম জানান,পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিটের দোহাজারী জামিজুরী গুচ্ছ গ্রাম হাফছড়িকুল এলাকায় গাছ কাটার সংবাদ পেয়ে অভিযানে গিয়ে পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক,বরগুনি বিট অফিসার রহমত ও লোকমানের মাথায় ধারালো দা দিয়ে গুরুতরে যখম করে।

বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন সত্যতা নিশ্চিত করেন।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework