চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের আওতাধীন বৃহত্তর বগাবিলী ১, ২ ও ৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলী মিয়া খানকাহ শরীফ মাঠে বগাবিলী ৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবু সৈয়দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল বিন সৈয়দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম. পেয়ারুল আলম তালুকদার, উপজেলা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, ইউনিয়ন গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য মাওলানা মতিউর রহমান, মুহাম্মদ আইয়ুব আলী, আব্দুর রশিদ সওদাগর, জানে আলম, হাবিবুর রহমান সবু, ১নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আবুল বশর ও মুহাম্মদ মেজবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তব্য দেন বগাবিলী ২নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি ওসমান গণি আসিফ।
অনুষ্ঠান শেষে বগাবিলী ১, ২ ও ৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী।