ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জুলাই ১৯, ০৪:৪৭ অপরাহ্ন

নগরের বাকলিয়ায় ফুলকলি ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দধির ওপর তেলাপোকা পেয়েছি আমরা। অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework