ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে ২য় দফায় ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১৯, ০২:৩৬ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর উদ্যোগে ২য় দফায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ।

আজ সকাল ১১টায় এয়াকুব আলী দোভাষ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মনজুর আলম, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন আহমেদ, সদস্য আফসার উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারাপদ দাশ, আবদুল মতিন প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সিজেকেএস কাউন্সিলর আবু জাহেদ, যুবলীগ নেতা জামাল উদ্দিন মাসুম, মো. তাজউদ্দিন, সামিউল হাসান রুমন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন, আলাউদ্দিন বাপ্পী, নেজাম উদ্দিন রুবেল, মো. নিয়াজ, জমির উদ্দিন পারভেজ, রাশেদুল আলম, মো. জসিম, গোলজার হোসেন লাভলু, হুমায়ুন কবির রিকু, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, আকবর আলী জনি, মো. সালাউদ্দিন, মো. জাবেদ, মো. তামজিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, আবু তৈয়ব মিজান, মো. সোহেল হক, শান্ত ঘোষ, মো. মুরাদ, মো. হারুন, ছাত্রনেতা সম্রাট, আসিফুল হক সিফাত, আতিকুর রহমান, মো. ফাহিম, আবদুল  জুয়েল, অঞ্জন দাশ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনেন। রোজা এবং ইফতার সকল মানুষের ধনী—দরিদ্রের বৈষম্যমুক্ত থাকার শিক্ষা দেয়।

তিনি আরো বলেন মাহে রমজানের মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও সিয়াম সাধনার মধ্যে নিজের আখলাককে পরিশুদ্ধ করা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework