ফিরিঙ্গিবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট এর জরুরী সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০৪:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর উদ্যোগে নগরীর ফিরিঙ্গিবাজার টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গত ১৫ই এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১২০ টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সামগ্রীর মধ্যে ছিল একটি তারপলিন, দুইটি স্লিপিং ম্যাট,ও একটি  কিচেন সেট। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অগ্নিকান্ডের সময় থেকেই চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করে যাচ্ছে, আপনাদের দুঃসময়ে সহায়তার জন্য জরুরি সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার।

এতে আরও  উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ,আজীবন সদস্য এসএম শওকত ওসমান,বেনজীর আহমেদ, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম এমিল,শহিদুল ইসলাম পিন্টু,৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর,মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী,চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework