উপজেলার ফতেপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে হেলাল চৌধুরী পাড়া পাইপের গোড়া সাদেকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। মামলা ও ভিকটিমের সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে হঠাৎ গেইটে আওয়াজ শুনতে পান ভিকটিম সাদেকুল ইসলাম। তিনি বুঝতে পারেন ডাকাত এসেছে, তবে তারা ভেতরে ঢুকতে পারবে না গেইট লক থাকায়। কিন্তু ডাকাতদল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজায় আঘাত করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম দরজা খুলতেই তাকে এলোপাতাড়ি মারধর করে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির অন্যান্য সদস্যরা যে যার রুমে ঘুমিয়ে ছিলেন। ডাকাতদের চেঁচামেচিতে তারা জাগ্রত হলেও তাদের কারো গলায় চুরি আর কাউকে রুমে বেঁধে ফেলে। পরে পরিবারের নারী সদস্যদের কাছ থেকে দুই জোড়া কানের দুল ও একটি গলার নেকলেস, ভিকটিমের মানিব্যাগে থাকা নগদ চার হাজার ও তিনটি স্মার্টফোন কেড়ে নেয়। ঘরে মোটা অংকের নগদ টাকা আছে এ ভেবে আলমারি ভাংচুর করে। এদিকে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে সবাইকে ডাকাডাকি করলে ডাকাতদল পালিয়ে যায়। মুখোশ পরিহিত থাকায় কাউকে চিনতে পারেনি ভিকটিম ও তার পরিবার। এদিকে রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে যায়যায়দিনকে জানান সেকেন্ড অফিসার মো. নাজমুল। আসামিদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।