ফটিকছড়ির হারুয়ালছড়িতে বন্যাদূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ আগস্ট ৩১, ১২:৫৯ অপরাহ্ন

ফটিকছড়ির ভুজপুর থানাধীন হারুয়ালছড়ির বৌদ্ধ জেতবন বিহারে অতিশ দিপংকর পিস ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় বন্যা দূর্গত মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।  (৩০ আগস্ট) শুক্রবার  বাদে জুমা বৌদ্ধ জেতবন বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণকালে আয়োজিত আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম।

প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিতোষ বড়ুয়া,বিদোশ্রী ভিক্ষু, বাবু সনদ বড়ুয়া,কাজী মোহাম্মদ শাহাজাহান প্রমুখ। বক্তব্যকালে বক্তারা বলেন নিজের বোনের শাশুড় বাড়িতে বেড়াতে গেলে যেভাবে কিছু নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে আপনাদের মাঝে আমরা ভাই হিসেবে এই উপহার গুলো বিতরণ করছি।

চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন ফটিকছড়িতে বন্যা-কবলিত এলাকায় এবার যেভাবে ত্রাণ সামগ্রী এসেছে সেটা বিগত সময়ে কোনোদিন হয়নি। তিনি বলেন আগামীতে এরকম যেকোনো দূর্যোগে আমরা সবাই একসাথে একে অপরের সহযোগীতায় এগিয়ে আসব। পরবর্তিতে যে ট্রাস্টের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে তিনি ট্রাস্টের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework