চট্টগ্রামের ফটিকছড়িতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করার চেষ্টা করা হলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চার অপহরণকারীকে আটক করে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা তিন যুবক এক ছাত্রীকে গাড়িতে তুলে নেয়। বিষয়টি দেখে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। দাঁতমারার শান্তিরহাট বাজার এলাকায় যানজটে গাড়িটি আটকে গেলে অপহৃত ছাত্রীটি চিৎকার দেয়। তখন স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলেন—বাদল ত্রিপুরা (১৯), মিঠুন ত্রিপুরা (২৫), চন্দন বিশ্বাস (২৪) ও মো. শাবলু (২৩)। তাদের সবার বাড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি গ্রামে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দিন বলেন, ‘স্থানীয়রা মাইক্রোবাসসহ চার যুবককে ধরে আমাদের খবর দেয়। পরে আমরা তাদের আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তদের একজন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটানো হয়।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’