‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২ মার্চ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জহিরুল হক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরূণ উদয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।