মঈনিয়া তোফাইলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সমাজসেবক, আমেরিকা প্রবাসী আলহাজ্ব আরিফ আহমদ আশরাফের অর্থায়নে প্রায় ৮ শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (১৩ ডিসেম্বর) শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। এরপর ফটিকছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় অসহায় দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ মাদানী (মাঃজিঃআঃ) ও তার ছোট ভাই আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ, আলহাজ্ব কুতুব উদ্দিন আহমদ, আলহাজ্ব মুজিব উদ্দিন আহমদ ও আলহাজ্ব শরফুদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক শাহীদুল আলম, হাফেজ নুরুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, ব্যবসায়ী আনিছুর রহমান টুটুল, ইউপি সদস্য নুরুন্নবী, ইউসুফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।