চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল খেলা ৯ ফেব্রুয়ারি রবিবার ড. এনামুল হক একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ট্রাইব্রেকারে লেলাং ইউনিয়ন ছাত্রদলকে হারিয়ে বিজয়ী হয় ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন আজম তালুকদার।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে ও সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিম ইয়াছমিন, খালেদ বাবুল, এমদাদুল ইসলাম মানিক, জয়নাল আবেদীন মেম্বার, নুরুল হুদা, তারেকুল ইসলাম তারা, আবুল হাসেম, আবদুল হক, সেলিম সওদাগর, মহসিন হোসেন, ইলিয়াস জসিম, জাহেদ মেম্বার, শফিউল আজম তালুকদার, দিদারুল আলম, মাসুম চৌধুরী, আবদুল হালিমসহ আরও অনেকে।