ফটিকছড়িতে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দু'টি ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দীন। অভিযানে র্যাব-৭, ফটিকছড়ি থানা পুলিশ, ফায়ার স্টেশন এবং বন অধিদপ্তরের কর্মীরা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত আইন ২০১৯) এর কয়েকটি ধারা লঙ্ঘন করায় মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স জনতা ব্রিকস (জেবি) ও মেসার্স মর্ডান ব্রিকস (এমবি) নামে তিনটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় মেসার্স মনির আহমদ ব্রিকসকে ৩ লাখ টাকা ও মেসার্স বক্কর ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’