চট্টগ্রামের ফটিকছড়ি থানা পেশাজীবী পরিষদ গঠিত হয়েছে। এতে ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন তালুকদারকে সভাপতি এবং ব্যাংকার এম শোয়াইবকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। মুহাম্মদ নাছির উদ্দীন কোম্পানিকে সহ-সভাপতি এবং সাবেক ছাত্রনেতা এইচ এম নিজাম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি মঙ্গলবার উপজেলার বিবিরহাটের একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি থানা পেশাজীবী পরিষদ গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী বোরহান উদ্দিন।
মতবিনিময় সভাটি ফটিকছড়ির বিভিন্ন পেশার সম্মানিত পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা শেষে, আগামী ২০২৫ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পেশাজীবীদের উন্নয়ন ও কল্যাণে নতুন কমিটি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।