ফটিকছড়িতে এক রাতে ৬টি গরু চুরির ঘটনা, কৃষকদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০২:৩৩ অপরাহ্ন

ফটিকছড়িতে এক রাতে দুই কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেএম টেক এলাকার আতাউল হক চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ওই এলাকার কৃষক মো. ইউসুফ ও বদিউল আলম পরস্পর প্রতিবেশী। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। 

চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাঁড় ১টি, গাভী ৩টি, এবং বাছুর ২টি রয়েছে। যার বাজারমূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা। 

একই এলাকায় এক রাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

গরুর মালিক ইউসুফ বলেন, "রাতে গোয়ালঘরে গরু বেঁধে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই।" 

ক্ষতিগ্রস্ত অপর কৃষক বদিউল আলম বলেন, "আমার শেষ সম্বল ছিল তিনটি গরু। এক রাতে তিনটি গরু চুরি হয়ে গেল। এখন কীভাবে চলবো জানি না।" 

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, "এক রাতে ৬টি গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছি।" 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework