পেরাছড়ায় জমজমাট বলী খেলা ও সাংস্কৃতিক উৎসব

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ০২:৫৯ অপরাহ্ন

পেরাছড়া হিল স্টার ক্লাব ও পেরাছড়া হেডম্যান পাড়ার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী বলী খেলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ও জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে ঐতিহ্যের ধারাবাহিকতায় বলী খেলা জমে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, “বলী খেলা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল শারীরিক সক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের প্রতিচ্ছবি। এই খেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীই সাহস ও দৃঢ়তার প্রতীক। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন সুন্দর আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণ সমাজ যেন সুস্থ বিনোদন এবং শারীরিক দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এ ধরনের আয়োজনে সকলের অংশগ্রহণই আমাদের ঐক্য ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি।”

বৈসাবি (বিজু) উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ব জ্যোতি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব ত্রিপুরা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিমার খীসা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিকলু রাখাইন, ৪ নম্বর পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকাশ চাকমা, পেরাছড়া হেডম্যান পাড়ার কারবারি তুষার কান্তি চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত দর্শকরা বলী খেলায় উৎসাহিত হয়ে খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছেন। জমজমাট প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় সাংস্কৃতিক দল ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

পরিশেষে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারী ও দর্শকদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework