পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদের নৈতিক শিক্ষার বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ১১:২৫ পূর্বাহ্ন

বাঁশখালী থানার পশ্চিম পার্শ্বে আস্করিয়া রোড়স্থ দক্ষিণ জলদি হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দক্ষিণ জলদি হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ছনুয়া হোসাইনীয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট ও বাঁশখালী হজ কাফেলার সত্ত্বাধিকারী আলহাজ মাওলানা মো. আমান উল্লাহ (ম.জি.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বাঁশখালী হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ ইমরান ও মো. ওসমান গণী ইমতিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আগ্রাবাদ মিউচুয়াল গ্রুপের চেয়ারম্যান আলহাজ রইছ আহমদ, এস ভি.পি. ও হেড ব্রাঞ্চ এনআরবিসি ব্যাংক আগ্রাবাদ, চট্টগ্রাম আলহাজ চৌধুরী মহিউদ্দিন এবং হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার মহাপরিচালক ইসলামি স্কলার আলহাজ মাওলানা নুরুল আবছার।

সভায় আলোচনা পেশ করেন লোহাগড়া পুটিবিলা হামিদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আলহাজ মাওলানা জহিরুল ইসলাম ছানুবী, বোয়ালখালী ওয়াহিদিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা মুফতি আব্দুন নুর, আস্করিয়া রোড়স্থ বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, পুঁইছড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং শেখেরখীল দারুসসালাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।

পুরস্কার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সিনিয়র সহ-সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু এবং কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিফজ, নাজেরা এবং নূরানি বিভাগে অত্র আদর্শ মাদ্রাসায় অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অধ্যক্ষ জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework