পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ প্রেমিক যুগল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ১২:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ এক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা রাস্তার মাথায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লাহার পাড়া এলাকার মো. সেলিম ও নাজমা আক্তারের ছেলে মো. জাবেদ (২৮) এবং একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগমের মেয়ে আনিকা রহমান (২০)।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খরনা এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে। বাসে সন্দেহভাজন হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে। পরে তল্লাশিতে জাবেদের পকেট থেকে ৩০০ পিস এবং আনিকার শরীরে বিশেষ কায়দায় লুকানো ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। যদিও তারা নিজেদের প্রেমিক-প্রেমিকা হিসেবে পরিচয় দিয়েছেন, তবে তদন্তে উঠে এসেছে যে উভয়েরই স্বামী-স্ত্রী এবং সন্তান রয়েছে।

পটিয়া থানার ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework