পটিয়ায় হযরত শাহ মুছা কিস্তি (রহ:) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

পটিয়া প্রতিনিধি:
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ০৭, ০৩:৩৫ অপরাহ্ন

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় হযরত শাহ মুছা কিস্তি (রহ:) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার শিল্পপতি এম এয়াকুব আলীর বাড়িতে হযরত শাহ মুছা কিস্তি (রহ:) ওরশ এন্তেজাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

সারা দিনের কর্মসূচিতে প্রথম অধিবেশনে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত পরে রাতে তবারুক বিতরন করা হয় এবং ছেমা মাহফিলের আয়োজন করা হয়। ছেমা মাহফিলে ভান্ডারী গান পরিবেশন করেন আবদুল মান্নান ভান্ডারী।

ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। মোহাম্মদ আলী মেম্বার, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মনসুর আলম, আবদুল কুদ্দুস চৌধুরী, আমিনুল ইসলাম লিটন, ডাক্তার জাহাঙ্গীর আলম, ইউসুফ খান, হাসমত আলী, আবদুল আলীম, এস এম হুমায়ুন কবির, ইফতেখার আবেদীন চৌধুরী রুবেল, ডাক্তার রেজা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, বর্তমানে দেশ, জাতি ও মাযহাব নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এসবকে কেন্দ্র করে দলাদলি, হিংসা, অনৈক্যের সৃষ্টি হয়েছে আত্ন-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ হানাহানি, অনৈতিক, অনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework