পটিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ৯ কি.মি সড়কের ভিত্তি প্রস্তর স্হাপন

পটিয়া প্রতিনিধি:
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ০৪, ১১:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের বাস্তবায়নে আমপান প্রকল্পের আওতায় দেওয়ান হাট-বৈলতলী-বরমা-ধামাইর হাট জিসি (অংশ) সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও  স্থানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

ভিত্তিপ্রস্তর শেষে বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। টেঁকসই ও মজবুত কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজে এ কাজের তদারকি করব। কাজে কোন রকম অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ  সড়ক নির্মানে চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী উচ্চারণ করেন।

পটিয়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দেওয়ান হাট-বৈলতলী-বরমা-ধামাইর হাট জিসি (অংশ) কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। এটি সড়ক নির্মান কাজটি চলতি বছরের নভেম্বরে শেষ করার কথা রয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ-সভাপতি শাহাদাত হোসেন ফরিদ চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, পৌর আ: লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, উপজেলা এলজিইডি প্রকৌশলী কমল কান্তি পাল, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্টান মেসার্স এম এম ই এম এস বি জেভি'র শহিদুল ইসলাম চৌধুরী শামিম, আ: লীগ নেতা নাসির উদ্দীন, ফরিদুল আলম, কাউন্সিলর শফিউল আলম, জসীম উদ্দীন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, ইয়াসমিন আকতার, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, নাছির উদ্দীন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ আরো অনেকেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework