পটিয়ায় রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৩:৪৫ অপরাহ্ন

পটিয়ায় রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংস্থার সাবেক আহ্বায়ক এস এম হারুনুর রশিদকে প্রধান নির্বাচন কমিশনার, মিজানুর রহমান ও আব্দুল করিমকে কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়। রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ধর্ম সম্পাদক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, তথ্য ও যোগাযোগ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কৃষি সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, অফিস সম্পাদক, প্রবাসী কল্যাণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework